আইফোনের মেমরি খালি করার উপায়
আইফোনে ফিক্সড মেমরি দেয়া থাকে। কাজেই অনেক সময় মেমরি ফুল হয়ে গেলে কিছু ডাটা ডিলিট করে দেয়া ছাড়া কোন উপায় থাকে না। এজন্য মেমরি কিছুটা খালি করতে প্রথমে যে জিনিসগুলো ডিলিট করতে পারেন তা দেখে নিন।
ফটোঃ আপনার ফোনের স্টিল ছবিগুলো অনেক সময়ই বেশি বেশি জায়গা দখল করে রাখে। এজন্য প্রথমে হাবিজাবি ছবিগুলো ডিলিট করে দিতে পারেন। এবার প্রয়োজনীয় ছবিগুলোকে ক্লাউডে আপলোড করে রেখে মোবাইল থেকে ডিলিট করে দিতে পারেন। এজন্য গুগল ফটোস এর ফ্রি সেবাটি ব্যাবহার করতে পারেন।
রিসেন্টলি ডিলিটেডঃ আইফোন থেকে ছবি কিংবা ভিডিও ডিলিট করে দেয়ার পরও তা রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত থেকে যায় রিকভার করার জন্য। এখান থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন।
4K ভিডিওঃ আপনার আইফোন সিক্স এস অথবা সিক্স এস প্লাস এ 4K মানের ভিডিও রেকর্ডিং করা যায়। এই 4K ভিডিওগুলো প্রচুর জায়গা দখল করে রাখে। তাই এগুলোকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করে ফোন থেকে ডিলিট করে দিতে পারেন। এতে অনেক জায়গা খালি হবে।