ভারতের বাজারে কুলপ্যাডের নতুন ফোন

ভারতের বাজারে এলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কুলপ্যাডের নতুন ফোন। ফোনটির মডেল কুলপ্যাড নোট ৫ লাইট। এই ফোনটি কম দামের ফোন। ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন  ৭২০x১২৮০ পিক্সেল। ১ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ প্রসেসর সমৃদ্ধ এই ফোনের র‍্যাম ৩ জিবি। ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।

১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে। কম আলোয় সেলফি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ। কুলপ্যাড নোট ফাইভ লাইট-এ রয়েছে অ্যানড্রয়েড ৬.০। এর ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে নন রিমুভেবল ব্যাটারি রয়েছে। মেটাল বডির হ্যান্ডসেটটির ওজন ১৪৮ গ্রাম। বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই ফোনে মিলবে ডুয়াল সিম কানেক্টিভিটি। ফোর-জি মডেলের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাই বর্তমান। মিলছে একমাত্র ই-কমার্স সাইট আমাজন-এ। বিক্রি শুরু হবে ২১ মার্চ থেকে। ভারতে ফোনটির দাম ৮ হাজার ১৯৯ রুপি।