থার্মাল ক্যামেরা ফোন নিয়ে এলো ক্যাটারপিলার
বিশ্বের সর্ববৃহৎ নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার থার্মাল ক্যামেরা সমৃদ্ধ একটি ফোন বাজারে এনেছে। গতবুধবার থেকে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। এই ফোনের নাম ক্যাট। মডেল এস ৬০। ক্যাটার পিলারের হয়ে এই ফোনটি উৎপাদন এবং বাজারজাত করবে বিলিট গ্রুপ। ফোনটির ভারতের অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। এর মূল্য ৬৪ হাজার ৯৯৯ রুপি।
এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যাটারপিলারের এই ফোনে ব্যবহার করা হয়েছে থার্মাল ইমেজিং প্রযুক্তি। ফলে এই ফোন আইন প্রয়োগকারী সংস্থা এবং মিলিটারির কাজে ব্যবহৃত হবে।
ফোনটিতে পানি ও ধুলোবালি নিরোধক। স্মার্টফোনটিতে স্টান্ডলোন থার্মাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এটি লাইভ থার্মাল ইমেজ তুলতে সক্ষম। তাছাড়া ভূমির তাপমাত্রা পরিমাপ এবং স্টিল ছবি, ভিডিও ধারণ করা যাবে এই ক্যামেরায়।
অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর। র্যাম ব্যবহৃত হয়েছে ৩ জিবি। স্টিলের ফ্রেমে ফোনটি তৈরি করা হয়েছে। এটি মিলিটারির ৮১০ জি ড্রপ টেস্টে উতরে গেছে।
ফোনটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চির এইচডি। ১.৭ মিটার উঁচু থেকে ফোনটি পড়লে ডিসপ্লে অক্ষত থাকবে। অন্যদিকে ৫ মিটার গভীর পানিতে ফোনটি ১ ঘণ্টা পর্যন্ত পর্যন্ত সচল থাকতে পারবে।
ফোনটির বিল্টইন মেমোরি ৩২ জিবি। এতে ৩৮০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ক্যাটের ফোনটি জিপিএস, গ্লোনাস, ব্লুটুথ, এনএফসি, এফ এম রেডিও, ব্যারোমিটার, আল্টিমিটার সেন্সর রয়েছে।