প্রাকৃতিক উপায়ে দূর করুন কিডনির পাথর
কিডনি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনির স্বাস্থ্য যেন ভালো থাকে সে জন্য এই অঙ্গটির যতœ নেয়া প্রয়োজন। শরীরের অতিরিক্ত লবণ এবং বিষাক্ত পদার্থ দূর করাই কিডনির প্রধান কাজ। কিডনি শরীর থেকে পাথর সৃষ্টিকারী উপাদান ও বালু শোষণ করে নিয়ে বিপজ্জনক বস্তু বা পাথর সৃষ্টি করে।
কিডনিতে পাথর হলে পেটে তীব্র ব্যথা হয়, যা পিঠের নিচের অংশেও ছড়িয়ে যায়। এ ছাড়া কিডনিতে পাথর হলে প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং প্রস্রাবের বেগ হয় ঘন ঘন।
কিডনির পাথর বের করে দেয়ার জন্য প্রচলিত আছে বেশ কিছু প্রাকৃতিক উপায়। তেমনই একটি উপায়ের বিষয়েই আলোচনা করা হলো।
প্রয়োজনীয় উপাদান
* একমুঠো ধনেপাতা
* পানি
প্রস্তুত করবেন যেভাবে
ধনেপাতাগুলোকে বড় করে কুচি করে নিন। কুচানো ধনেপাতাগুলো একটি বাটিতে নিয়ে সামান্য পানি যোগ করুন। এই বাটিতে ১০ মিনিট তাপ দিন। তারপর এটিকে তাপ থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি ছেঁকে নিয়ে ফ্রিজে রাখুন।
ব্যবহার করবেন যেভাবে
প্রতিদিন এই মিশ্রণের এক কাপ পরিমাণ পান করুন। কয়েকদিন পরেই আপনি আপনার প্রস্রাবের বর্ণ পরিবর্তন হতে দেখবেন। কিডনি পরিষ্কার হওয়ার কারণে এবং কিডনিতে জড়ো হওয়া বিষাক্ত উপাদান দূর হওয়ার কারণেই হয়ে থাকে এমনটা।
ধনেপাতা কেন উপকারী
ধনেপাতা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এটি কিডনির কাজকে উৎসাহিত করতে সাহায্য করে। কিডনি থেকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ সহজে দূর করে দিতে এবং কিডনির পাথরকে গলিয়ে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। সূত্র : বোল্ড স্কাই