এশিয়ার গ্রাহকদের জন্য আইফোন ৬ এর বিশেষ সংস্করণ

টেক জায়ান্ট অ্যাপল এশিয়ার গ্রাহকদের জন্য আইফোন ৬ এর বিশেষ সংস্করণ উন্মুক্ত করেছে। সোনালী রঙের এই আইফোন পাওয়া যাবে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরিতে। ২০১৪ সালে অ্যাপল আইফোন ৬ বাজারে উন্মুক্ত করেছিল। সেই সময় ফোনটি ১৬, ৬৪ এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরির সংস্করণে পাওয়া যেতো।

এশিয়ার জন্য উন্মুক্ত হওয়ার আইফোনের কনফিগারেশন পূর্বের আইফোন ৬ সংস্করণের মতই। তবে পার্থক্য শুধু এতে ব্যবহার করা হয়েছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।  তাইওয়ানে ফোনটি পাওয়া যাবে ১০ মার্চ থাকে। বিশেষ এই ফোনটি অ্যাপলের ওয়েবসাইটে অনলাইনে কেনার জন্য পাওয়া যাবে না বলে জানিয়েছে অ্যাপল। এদিকে গেল মাসের শেষের দিকে চীনের বাজারে প্রথম বিক্রি শুরু হয়েছে ফোনটি।

৪.৭ ইঞ্চি ডিসপ্লের সমৃদ্ধ আইফোন ৬ এর রেজুলেশন ৭৫০*১৩৩৪ পিক্সেল। যা ৩২৬ পিপিআই সমৃদ্ধ। এতে রয়েছে অ্যাপল এ৮ চিপসেটের ডুয়েল কোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর। ১ জিবি র‍্যামের পাশাপাশি সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ১.২ মেগাপিক্সেল ক্যামেরা। পিছনে ফ্ল্যাশসহ রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে ১ হাজার ৮১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

উল্লেখ্য চলতি বছরে আইফোন ৮ বাজারে আনতে পারে অ্যাপল। সেপ্টেম্বর মাসে ঘোষণা আসবে ফোনটির।