এবার বাঁকানো পর্দার ফোন নিয়ে আসছে এইচটিসি

স্যামসাং, আইফোনের মতো জায়ান্ট মোবাইল ফোনসেটগুলো বাঁকানো পর্দার (কার্ভ স্ক্রিন) ফোন বের করা নিয়ে বেশ তৎপর যেখানে সেখানে এইচটিসিও একই রাস্তায় হাঁটতে যাচ্ছে বলে টেক ম্যাগাজিন গ্যাজেট এনডিটিভির একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। নতুন এইচটিসি ওশেন মোবাইলে এই কার্ভ সুবিধা থাকবে।

বাঁকানো অংশে কিছু ফিচার কাজ করার মতো সুবিধা থাকবে বলে জানা গেছে। ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি চিপসেট, অভ্যন্তরে থাকবে ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সম্পন্ন মোবাইলটিতে ৪ অথবা ৬ জিবি র‍্যাম থাকতে পারে। অ্যান্ড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে চলতে পারে নতুন ফোনটি।