আসছে অস্তিত্ব-২
সব কিছুর অবসান ঘটিয়ে আবার অনন্য মামুন টিমের আলোচিত সিনেমা অস্তিত্ব এর সিকুয়্যাল অস্তিত্ব-২, অটিজম নির্ভর এই চলচ্চিত্রে এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ্র ও নুসরাত ইমরোজ তিশা, তাঁরই ধারাবাহিকতায় চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে অস্তিত্ব-২ এর ঘোষনা দিলেন, আর এবার এই স্বনাম ধন্য চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ লেখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে তারই প্রধান সহকারি ওসমান মিরাজ-কে, প্রথম থেকেই এই ওসমান মিরাজ ই হাটি হাটি পা পা করে একটা শক্ত হাতে অনন্য মামুন টিমকে এগিয়ে নিয়েছেন।
ওসমান মিরাজের সাথে কথা বলে জানা যায়, আগে কিছু নাটক রচনা করলেও এবারই প্রথম তিনি কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র রচনা করার সুযোগ পেয়েছি আর এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি পরিচালক অনন্য মামুন ভাইকে অভিনন্দন ও আমার অনেক ভালবাসা রইল।
অন্যদিকে পরিচালক অনন্য মামুন জানান, মিরাজ আমার সাথে সেই শুরু থেকেই কাজ করছে। তার দক্ষতা দেখেই আমার কাছে মনে হয়েছে সে এই কাজ করার যোগ্য। তাই তাকেই এই কাজের জন্য দায়িত্ব দিয়েছি। সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই অস্তিত্ব-২ এর শুটিং এর কাজ শুরু করবো।
অন্যদিকে পরিচালক অনন্য মামুন জানান, মিরাজ আমার সাথে সেই শুরু থেকেই কাজ করছে। তার দক্ষতা দেখেই আমার কাছে মনে হয়েছে সে এই কাজ করার যোগ্য। তাই তাকেই এই কাজের জন্য দায়িত্ব দিয়েছি। সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই অস্তিত্ব-২ এর শুটিং এর কাজ শুরু করবো।