এন্ড্রয়েড স্মার্টফ্নে আনতে পারে স্ন্যাপচ্যাট
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দুনিয়ায় পা রাখতে যাচ্ছে ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক গতিবিধির উপর বিশ্লেষণ করে প্রযুক্তি বিষয়ক বেশ কিছু ওয়েবসাইট এ ধারণা দিয়েছে।
প্রযুক্তিবিদরা অনুমান করছেন, স্ন্যাপচ্যাটের সাম্প্রতিক কিছু পদক্ষেপ দেখে নতুন স্মার্টফোন সম্পর্কে ধারণা করা যায়। এ বছরের শুরুতে আইপিও ছাড়ার মাধ্যমে স্ন্যাপচ্যাট ইনকরপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে। এমনকি স্ন্যাপচ্যাট অ্যাপেও বেশ কিছু পরিবর্তন এসেছে।
স্ন্যাপচ্যাটের স্মার্টফোনে স্ন্যাপচ্যাট ক্যামেরা ফিচারের আরও বেশি নিয়ন্ত্রণ ইউজারের হাতে থাকবে। এ সংক্রান্ত একটি ধারণামূলক স্মার্টফোনের তথ্যও ফাঁস হয়েছে। এতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও বাটন দেখা গেছে।
স্ন্যাপচ্যাটের স্মার্টফোনে একটি লক স্ক্রিন থাকতে পারে, যা ইউজারকে সহজে স্ন্যাপচ্যাটের নোটিফিকেশন, আপডেট, মেসেজ ও চশমার সঙ্গে সিনক্রোনাইজের সুবিধা এছাড়াও ডিসকভার স্ক্রিন থাকতে পারে, যাতে জিপিএস ও ম্যাপ, স্ন্যাপচ্যাট স্টোরিজ ও বিজ্ঞাপন থাকবে।
কিছুদিন আগে ‘স্পেক্টাকলস’ নামের স্মার্টসানগ্লাস বাজারে এনে চমক দিয়েছিল এই প্রতিষ্ঠানটি।