৩৩ আইএসপির লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি

আরও ৩৩টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তা নবায়নের বিধান থাকলেও এসব আইএসপির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও কোনো আবেদন না করায় তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। একইসঙ্গে এসব আইএসপির অনুকূলে ইস্যুকৃত যেসব সার্ভিস দেওয়া হচ্ছিল সেগুলো অবৈধ ঘোষণা করেছে বিটিআরসি।

বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম.এ. তালেব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব আইএসপি থেকে যেকোনো ধরণের সার্ভিস নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সেইসাথে এসব প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা টাকা পরিশোধের জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বিটিআরসির পাওনা পরিশোধ না করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এবং পাবলিক ডিমান্ড রিকোভারি অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী মামলাসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।