হেডফোন বিস্ফোরিত হয়ে মুখ পুড়লো তরুণীর
বাংলাস্টল ডেস্ক : বিমানে যাত্রা করার সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন তরুণী। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুম ভেঙে দেখেন তার মুখের একটি অংশে আগুন লেগে গেছে।
গেলো মাসে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি)। ঘটনায় আহত তরুণীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আহত তরুণী এটিএসবিকে জানিয়েছেন, তিনি বেইজিং থেকে আন্তর্জাতিক ফ্লাইটে মেলবোর্ন যাচ্ছিলেন। প্রায় দু’ঘন্টা ধরে তিনি তার ফোনে গান শুনছিলেন।
এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখতে পান তার মুখ এবং ঘাড়ের কিছু অংশ জ্বলছে। এসময় তার মোবাইল ফোনের ব্যাটারি, হেডফোনে আগুন লেগে গিয়েছিলো বলে জানান তিনি।
এ ব্যাপারে এটিএসবি’র মুখপাত্র জানান, আগুন লাগার কারণ হয়ত মোবাইল ফোনের ব্যাটারি। ব্যাটারি বিস্ফোরণের কারণেই হেডফোনে আগুন লেগে যায়। তবে আহত তরুণীর কাছে কোন কোম্পানির মোবাইল ফোন ছিলো তা প্রকাশ করা হয়নি।
বাংলাস্টল ডট কম – ১৬ মার্চ ২০১৭