সনি এক্সপেরিয়া এক্সযি মোবাইল
সনি কোম্পানি বাজারে নিয়ে আসছে এক্সপেরিয়া এক্সযি নামক নতুন স্মার্টফোন। এটি বিশ্বের সর্বপ্রথম ক্যামেরা যাতে আছে ৪কে এইচডিআর স্ক্রীন এবং ৯৬০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশন ভিডিও রেকর্ডিং অপশন। এর ৩৮৪০ বাই ২১৬০ রেজোলিউশানের ৫.৫ ইঞ্চি স্ক্রীনটি দেখতে চমৎকার। এইচডিআর কন্টেন্টের মাধ্যমে এতে পাওয়া যাবে হাই কন্ট্রাস্ট ও ওয়াইড কালার রেঞ্জ। উন্নত প্রযুক্তির ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ৭.১ নউগাট, কুয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৪জিবি র্যাম, ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ এবং একটি ৩২৩০ মাহ ব্যাটারি। স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দ্বারা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যায়। সনির ওয়াটার ও ডাস্ট-প্রুফ মেটাল বডির মোবাইল ফোনটি খুবই মসৃণ। এতে আরও আছে ১৯ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রেয়ার ক্যামেরার প্রেডিকটিভ কেপচার মোড দ্বারা শাটার বাটনে টাচ করার আগেই ছবি তোলা যায়। ফোকাস, লেন্স ডিসটরশন কারেক্সন, স্লো মোশনে ভিডিও কেপচারের জন্য আছে প্রেডিকটিভ অটোফোকাস। খুব শীঘ্রই সনির মোবাইলটি বাজারে পাওয়া যাবে।