রাশিয়ায় এক বছরে ৫ কোটির বেশি সাইবার হামলা!
রাশিয়া সরকারি সংস্থা এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে গত বছর অর্থাৎ ২০১৬ সালে পাঁচ কোটি ২০ লাখেরও বেশি সাইবার হামলা হয়েছে। পূর্বেকার বছরের চেয়ে সাইবার হামলার পরিমাণ তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেইভ। রুশ নগরী কুরজেনে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর বৈঠকে এ তথ্য দেন তিনি। হার্ডওয়্যারের পাশাপাশি ইন্টারনেটের রুশ অংশের তৎপরতা বাধাগ্রস্ত করতে এ সব হামলা চালানো হয়েছে বলে জানান। অবশ্য এ সব হামলার উৎস সম্পর্কে সরাসরি কোনো তথ্য রুশ সংবাদ মাধ্যম দেয় নি।
এ ছাড়া, তিনি বলেন, সাইবার হামলার মাধ্যমে রুশ নানা গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টাও হয়েছে। এ লক্ষ্যে কম্পিউটারে নানা গুপ্ত ব্যবস্থা বসানোর চেষ্টা চলেছে বলে জানান তিনি। পাশাপাশি, সাইবার জগতে রুশ বিরোধী তৎপরতার বিষয়ে দেশটির মানুষের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। তিনি বলেন, মধ্য জানুয়ারিতে এ জাতীয় বেশির ভাগ তৎপরতা চালানো হয়েছে আমেরিকাভিত্তিক সার্ভারগুলো থেকে।
রাশিয়া সাইবার হামলা করেছে বলে ওয়াশিংটনের ভিত্তিহীন অভিযোগের কথা তুলে ধরে তিনি আভাস দেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এ সব তৎপরতার বিষয়ে অবহিত ছিল।