বাজারে আসছে হুয়াওয়ের পি১০ ও পি১০ প্লাস হ্যান্ডসেট
ইউরোপের বাজারে দুটি অত্যাধুনিক ক্যামেরার হ্যান্ডসেট ছাড়ার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।
আগামী এক মাসের মধ্যে ‘হুয়াওয়ে পি১০’ ও ‘হুয়াওয়ে পি১০ প্লাস’ নামের এ দুই হ্যান্ডসেট বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাজারেও পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাস উন্মোচনের ঘোষণা দিল হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। পোর্ট্রেট ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিতে ফোন দুটিতে রয়েছে ‘প্রফেশনাল স্টুডিও এফেক্টস’।
এতে বলা হয়, মার্চ থেকে ইউরোপ ও চীনের বাজারে পাওয়া যাবে সেট দুটি। এপ্রিলে পর্যায়ক্রমে এশিয়া, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া এবং এরপর বাংলাদেশের বাজারেও ফোন দুটি উন্মোচন করা হবে।
ফোন দুটিতে হাই-কোয়ালিটি ডিজাইনের পাশাপাশি রয়েছে সুপার ফাস্ট চার্জিংয়ের মতো হাই পারফরমেন্স ফাংশন। অপারেটিং সিস্টেম হিসেবে হুয়াওয়ের নিজস্ব সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি স্মার্টফোনকে সবসময় রাখবে কেনার প্রথমদিনের মতোই ফাস্ট।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইউ বলেন, “হুয়াওয়ে পি১০ ও হুয়াওয়ে পি১০ প্লাসের নিয়ে আসার মাধ্যমে আমরা এমন স্মার্টফোন তৈরি করেছি, যা পোর্ট্রেট ফটোগ্রাফিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”
সেট দুটির জন্য নতুন অ্যাকসেসরিজ কালেকশন নিয়ে আসতে হুয়াওয়ে যৌথভাবে চীনা নকশা প্রতিষ্ঠান রিকোস্ট্রুর সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, “স্টাইলিশ হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাসের অভিনব সব ফিচার ও বৈশিষ্ট্য পাশাপাশি, একইসাথে একটি প্যাকে স্টাইল ও পণ্যের এমন অপূর্ব সম্মিলন নিশ্চিতভাবেই গ্রাহকদের জীবনে বাড়তি আনন্দ যোগ করবে।”