বকেয়া আদায়ে ব্যান্ডউইথ কমছে দুই ওয়াইম্যাক্সের

পুরাতন দুই ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়ন এবং কিউবি হতে বকেয়া আদায়ে তাদের ব্যান্ডউইথ প্রতি ১৫ দিন অন্তর ১০ শতাংশ হারে কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বাংলালায়নের কাছে বিটিআরসির বকেয়া ৬৬ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। আর কিউবির কাছে বকেয়া ১৬ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা।

দফায় দফায় বকেয়া টাকা আদায়ের নোটিশ দিয়েও বিটিআরসি তা আদায় করতে পারেনি। অপারেটর দুটি ২০০৮ সালে উন্মুক্ত নিলামের মাধ্যমে লাইসেন্স গ্রহণ করে। পরে ২০১৩ সালে ওলো ওয়াইম্যাক্সের লাইসেন্স নিলেও তাদের সেবা বলতে তেমন কিছুই নেই।

বর্তমানে বাংলালায়ন চারটি আন্তর্জাতিক ইন্টারনেট অপারেটরর কাছ থেকে ৩ হাজার ৫২০ এমবিপিএস এবং কিউবি সাতটি আইআইজি থেকে ৩ হাজার ৪০৫ এমবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে। বর্তমানে ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক সংখ্যা এক লাখের নীচে নেমে গেছে, যা এক সময় পাঁচ লাখের বেশি ছিল।