প্রতি মাসে স্মার্ট ডিভাইসগুলোতে আপডেট দেবে নকিয়া
ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। অনলাইন নির্ভরতার কারণে এখন ব্যক্তিগত অনেক তথ্যই থাকে স্মার্ট ডিভাইসগুলোতে। এসব তথ্য চুরি গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই নতুন রূপে ফিরে আসা নকিয়া প্রতি মাসে নিরাপত্তাজনিত আপডেট দেওয়ার ঘোষণা দিয়েছে। অনেক ব্যবহারকারী নকিয়া ফোন কেনার পর নিয়মিত আপডেট নিয়ে চিন্তিত ছিলেন।নকিয়া মোবাইলের টুইটার আইডি থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিমাসে আপডেট দেওয়ার এ ঘোষণায় তাদের দুশ্চিন্তা দূর হলো।
এইচএমডি গ্লোবালের হাত ধরে চলতি বছর নকিয়া ৬, ৫ ও ৩ নামে তিনটি স্মার্টফোন এনেছে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে চলবে এগুলো। তিনটি ফোনেই রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট।
নকিয়া জানিয়েছে, গ্রাহকদের নিরাপত্তার জন্য তারা কাজ করছে। তাই ফোনে ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখার সব চেষ্টা করা হবে। স্মার্টফোন ছাড়াও বহুল আলোচিত নকিয়া ৩৩১০-এর আধুনিক সংস্করণ উন্মোচন করেছে নকিয়া। ইতোমধ্যে এটি বাজারে বেশ সাড়া ফেলেছে। তবে ফিচার ফোনটি শুধু উন্নয়নশীল দেশেগুলোর জন্য তৈরি করা হয়েছে।