‘আমাদের শরীর, আমরা ইচ্ছেমতো দেখাব’
আর্জেন্টিানায় নারী অধিকারে সরকার হস্তক্ষেপ করছে বলে অভিযোগ উঠেছে। নারীদের পোশাকবিধি ঠিক করে দিচ্ছে দেশটির পুলিশ। দেশে আর্থিক সংকট চললেও প্রশাসন নারীদের পোশাক পরানো শেখানোর চেষ্টায় ব্যস্ত। আর এই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ।
রাজধানী বুয়েনস আয়ার্সের সমুদ্র সৈকতে টপলেস (অর্ধনগ্ন) অবস্থায় বিক্ষোভে সামিল হয়েছিলেন আর্জেন্টিনার যুবতীরা। প্রায় নগ্ন অবস্থায় প্রতিবাদ করে তাদের দাবি, আমরা ভোগ্যপণ্য নই। আমাদের শরীর। আমরা ইচ্ছেমতো দেখাব।
এর আগে গত জানুয়ারিতে বিকিনি পরে রাস্তায় বেরিয়েছিলেন ৩ যুবতী। কিন্তু, অশালীনতার দায়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে।