অপ্পো এফ৩ প্লাস স্মার্টফোনের তথ্য ফাঁস
ফিলিপাইনের রাস্তায় বেশ কিছু বিজ্ঞাপন ও মিডিয়াতে পাঠানো আমন্ত্রণপত্র থেকে এটা নিশ্চিত যে আগামী ২৩ মার্চ অপ্পো তাদের পরবর্তী স্মার্টফোন এফ৩ ও এফ৩ প্লাস উন্মোচন করতে যাচ্ছে। একইসাথে এটি যে আরেকটি সেলফি ফোন তাও নিশ্চিত। এই মুহুর্তে অপ্পো ডুয়াল সেলফি চ্যালেঞ্জকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যা ভিভো সম্প্রতি তাদের ভি৫ প্লাসে এনেছে। তবে কি থাকছে এই ফোনে তা এতোদিন জানা যায়নি। এবার অপ্পো এফ৩ প্লাসের সম্পূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ছবি থেকে জানা গেছে, এফ৩ প্লাসে ডুয়াল সেলফি সেটআপ থাকছে। যার একটি ১৬ মেগাপিক্সেল ও আরেকটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পিছনেও থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যান্য সুবিধাগুলোও মাঝারি মানের ফোনের মতো।
নতুন এই ফোনে থাকছে কোয়ালকম এমএসএম৮৯৭৬ প্রো চিপসেট। সাথে থাকছে ৪ গিগাবাইটের র্যাম ও ৬৪ গিগাবাইটের ইন্টারন্যাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
এছাড়া ফোনটিতে থাকছে ডুয়াল ন্যানো সিম সমর্থন সুবিধা ও এলটিই। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে চূড়ান্তভাবে কি থাকছে সেটি জানতে অপেক্ষা করতে হবে ২৩ মার্চ পর্যন্ত।